শিরোনাম

চট্টগ্রাম, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আরেক মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নুরুল আবছার কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
আজ সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দিয়েছেন।
দণ্ডিত নুরুল আবছার গ্রেফতারের পর জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন। তার বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার চেয়ারম্যানের (বর্তমানে মেয়র) দায়িত্ব পালন করেন।
বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মো. সাহেদ জানান, রায়ে আদালত নুরুল আবছারকে কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দিয়েছেন।
কক্সবাজার পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ অর্থের ২৯ লাখ ১৫০টাকা আত্মসাতের অভিযোগে নুরুল আবছারের বিরুদ্ধে ১৯৯১ সালে মামলাটি করেছিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো।
মামলায় দুদকের পক্ষে সাতজনের সাক্ষ্য নিয়ে দণ্ডবিধির ৪০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আদালত তার বিরুদ্ধে রায় দেয়।
এর আগে, গত ৭ জানুয়ারি একই আদালত প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের আলাদা তিনটি মামলার প্রত্যেকটিতে নুরুল আবছারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে।