বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১০:০২

অবকাশ শেষে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম শুরু আজ

ফাইল ছবি

 

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ডিসেম্বরের নির্ধারিত অবকাশ শেষে নতুন বছরে আজ থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হলো।

আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের পর এটিই তার প্রথম নিয়মিত বিচারিক কার্যদিবস।

এদিকে, দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নং এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান (মিলন) নতুন প্রধান বিচারপতিকে বরণ করে নিতে আইনজীবী সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানান।

উল্লেখ্য, অবকাশ শেষে আদালত খোলায় আজ সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও বিচারপ্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।