শিরোনাম

ঢাকা, ০১ জানুয়ারি ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় এজহারনামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের (৩৭) বোন জেসমিনের ভাড়া বাসার মাঝখানে লোহার গ্রিলের উপর থেকে উদ্ধার হওয়া দুইটি ম্যাগাজিন আলামত হিসাবে জব্দ তালিকা হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, মামলার ভিকটিম শরিফ ওসমান হাদি (৩৩) গত ১২ ডিসেম্বর বেলা দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোড সংলগ্ন ডিআর টাওয়ারের সামনে দুষ্কৃতিকারীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মামলার ঘটনায় র্যাব-২ কর্তৃক জব্দ তালিকা-২ মূলে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির মোড়, কর্নেল গলি, ২৭২/৫ চৌধুরী বাড়ির ৮ম তলার লিফটের পশ্চিম পার্শ্বের রুমের ভিতর জব্দকৃত আলামতসমূহ অত্র মামলার ঘটনা সংশ্লিষ্ট আলামত মর্মে তদন্তে প্রকাশ পায় বিধায় জিডি মূলে সংযুক্ত জব্দ তালিকা-২ মূলে জব্দকৃত আলামত সমূহ হাদি হত্যা মামলায় আলামত হিসেবে গণ্য করার আদেশ দানের একান্ত প্রয়োজন।
উল্লেখ, র্যাব-২ গত ১৫ ডিসেম্বর অভিযান পরিচালনা করে শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় এজহারনামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের (৩৭) বোন জেসমিনের ভাড়া বাসার মাঝখানে লোহার গ্রিলের উপর থেকে দুইটি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেন। গত ১২ ডিসেম্বর আসামি ফয়সাল করিম মাসুদ একটি কালো রঙের কাঁধের ব্যাগসহ তার বোন জেসমিনের ভাড়া করা বাসায় গিয়েছিলেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার অস্ত্র আইনে মামলায় দায়ের হয়।