বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০

আগামীকাল সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হবে।

আগামীকাল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করবেন। কাল বেলা আড়াইটা সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ (সুপ্রীম কোর্ট জামে মসজিদ সংলগ্ন) এ অনুষ্ঠান হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে আজ এ কথা জানান।

এর আগে, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। 

এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক হলো।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ৩০ নভেম্বর এ অধ্যাদেশ জারি করা হয়েছে। 

এ অধ্যাদেশ অনুযায়ী, নানা পদক্ষেপ গ্রহণ করছেন প্রধান বিচারপতি।