শিরোনাম

ঝিনাইদহ, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঝিনাইদহে ইলেকট্রিক মিস্ত্রি মুরাদ হত্যা মামলার ১ নম্বর আসামি আলম মণ্ডলকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
আজ বুধবার সকাল ৮টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শশ্বানঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলম মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের কাজেম মণ্ডলের ছেলে।
র্যাব-৬ জানায়, মিস্ত্রি মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মণ্ডল বাগেরহাটে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি অভিযানিক দল। অভিযান আলমের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে মুরাদের সঙ্গে আলমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে গত শনিবার দুপুরে আলম মণ্ডলের ছেলে সৌরভ তার সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম সদর থানায় একটি হত্যা মামলা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।