শিরোনাম

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ (সোমবার) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, আসামি রেহানা সিদ্দিক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ররোচিত করে পূর্বাচল আবাসন প্রকল্পে নিজ নামে প্লট বরাদ্দ নেন। আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার মা রেহানাকে প্লট পাইয়ে দেওয়ার জন্য খালা শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহউদ্দিনকে মোবাইল ও ইন্টারনেটের বিভিন্ন অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশে এসে সরাসরি যোগাযোগ করে প্ররোচিত করেন। দু’জন সাক্ষীর সাক্ষ্য ও ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দী থেকে এটি প্রমাণিত হয়।
রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, শেখ হাসিনা প্লট বরাদ্দ সংক্রান্ত সকল আইন ও বিধি-বিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে তার নিয়ন্ত্রিত অধীনস্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রভাবিত করে দুর্নীতির মাধ্যমে তার বোন শেখ রেহানা সিদ্দিককে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন এবং ফৌজদারি অসদাচার করেছেন।
বিচারক বলেন, দুর্নীতি বর্তমানে রোগে পরিণত হয়েছে এবং সমগ্র সমাজকে গ্রাস করেছে। সকলকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জান তিনি।
আদালতের রায়ে শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড, শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অনাদায়ে আসামিদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে। রায়ে শেখ রেহানার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ বাতিল করেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন-জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক-এর সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম ও উপ-পরিচালক নায়েব আলী শরীফ।
তদন্ত শেষে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে কারাভোগ করতে হবে।
মামলার অভিযোগে বলা হয়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন।
মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত ১০ মার্চ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।