শিরোনাম

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, তার স্ত্রী নিলুফার জাফর উল্যাহ, ছেলে কাজী ওমর জাফর, কাজী রায়হান জাফর ও মেয়ে আনুস্কা মেহরীন জাফরের আয়কর বিবরণীর কপি মামলার তদন্তসংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতারণা, জালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ করে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি কাজী জাফর এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, যুক্তরাজ্য ও দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র দেখা দরকার।
এজন্য কর অঞ্চল-০৮ কে আয়কর নথি বিবরণী ও তার সঙ্গে থাকা আনুষঙ্গিক কাগজপত্র জমা দেওয়ার আদেশ প্রদানের আবেদন জানানো হয়।