বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৯:১৩

আগামীকাল নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : গত ৭ সেপ্টেম্বর থেকে আজ ১৮ অক্টোবর পর্যন্ত অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।

দীর্ঘ ৪২ দিন অবকাশ শেষে খোলার প্রথম দিন ঐতিহ্য অনুযায়ী প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ আগামীকাল ১৯ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর আগামীকাল ১৯ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে এ অনুষ্ঠান হবে। সংশ্লিষ্ট সকলকে বেলা সাড়ে ১১টা থেকে ১টার পর্যন্ত এ আয়োজনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।