শিরোনাম
মুন্সীগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে মজিবর রহমান খাঁন (৫২) হত্যা মামলার আসামি নূর মোহাম্মদ খাঁন ওরফে নুরু (৩২) ও আইয়ুব খাঁনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আজ রোববার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ খাঁন সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের মৃত বাবুল খাঁনের ছেলে এবং আইয়ুব খাঁন মৃত আদম আলী খাঁনের ছেলে। নিহত মজিবর রহমান খাঁনের বাড়িও একই এলাকায়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন দুপুরে বাড়ি থেকে ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে আসামিরা মজিবর রহমান খাঁনকে কুপিয়ে রক্তাক্ত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন সিরাজদিখান থানায় মামরা দায়ের করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার সুমন জানান, দীর্ঘ শুনানির পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি আসামি নূর মোহাম্মদ খাঁন ও আইয়ুব খাঁনকে যাবজ্জীবন সাজা দেন। রায় ঘোষণার পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়।