শিরোনাম
রাজশাহী, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়কালে হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ ৯টি মামলার চার্জশিট জমা দিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শহীদ সাকিব আনজুম ও আলী রায়হান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৫২৯ জনের বিরুদ্ধে তদন্ত শেষে এই চার্জশিট দাখিল করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান বাসসকে বলেন, ৯টি মামলার তদন্ত করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্ত শেষে মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর কল্পনা হল মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাড়া খেয়ে শাহ মখদুম কলেজের পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব আনজুম। সেখানে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তার পিতা মাইনুল ইসলাম গত বছরের ২৩ আগস্ট বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন।
এ মামলার চার্জশিটে ১১৭ জনকে আসামি করা হয়েছে। অপর দিকে আলী রায়হান কল্পনার মোড়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ আগস্ট শহীদ আলী রায়হানের ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১২৭ জনকে আসামি করা হয়। এছাড়া আরো ৭টি মামলাসহ ৯টি মামলায় ৫২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।