বাসস
  ২৬ আগস্ট ২০২৫, ১৪:৩৭
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:৪১

শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত ২৫ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ বিচারপতি শপথ গ্রহণ করেন। ছবি: বাসস

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ বিচারপতি শপথ গ্রহণ করেছেন।

শপথ গ্রহণ করা অতিরিক্ত বিচারপতিরা হলেন- মো, আনোয়ারুল ইসলাম (শাহীন), মো, সাইফুল ইসলাম, মো, নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ. এফ. এম সাইফুল করিম, উর্মি রহমান ও এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ।

গতকাল নিয়োগ পাওয়া এই বিচারপতিদের আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও শপথ গ্রহণ করা বিচারপতিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে জন্য ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করে। সে অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতেই ২৫ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। 

এর আগে বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হলে কয়েকশো আবেদন জমা পড়ে। 

সেখান থেকে যাচাই-বাছাই করে অর্ধশতাধিক আবেদনকারী চূড়ান্ত করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। 

পরবর্তীতে সাক্ষাৎকার গ্রহণের (ভাইভা) মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিয়োগের সুপারিশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ আগস্ট আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বৎসরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হবে।

অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।