বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ২২:২২
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২২:৩৪

হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫(বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক (বিচারপতি) হিসেবে ২৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ ২৫ আগস্ট আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বৎসরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করিয়াছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।

আজ নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারক হলেন: মোঃ আনোয়ারুল ইসলাম (শাহীন), মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সল হাসান আরিফ, এস, এম, সাইফুল ইসলাম, মোঃ আসিফ হাসান, মোঃ জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ-এ-মাওলা সোহেল, মোঃ জাকির হোসেন, মোঃ রাফিজুল ইসলাম, মোঃ মনজুর আলম, মোঃ লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ. এফ. এম সাইফুল করিম, উর্মি রহমান ও এস. এম. ইফতেখার উদ্দিন মাহামুদ।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।