শিরোনাম
আনিচুর রহমান
ফরিদপুর, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্যাতন, হত্যা, গণগ্রেপ্তার, মামলা ও গুমের প্রতিবাদে চব্বিশের আজকের দিনে ফরিদপুরে প্রতিবাদ জানান ছাত্র-জনতা। কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ৩ আগস্টে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেয়া হয়েছিল। পূর্ব ঘোষিত বিক্ষোভে ফরিদপুরের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
কিন্তু কর্মসূচি শুরুর আগেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেওয়ায় লোকেশন চেঞ্জ করে আন্দোলনকারীরা মেডিকেলের গেটের সামনে সবাই অবস্থান করেন। পরে মেডিকেলের গেট থেকে ৭/৮ শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে আসতে থাকেন। মিছিলে পুলিশ বাধা দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় পুলিশ কাঁদানে গ্যাস, টিআর সেল, রাবার বুলেট ছোড়ে। এতে ৬ থেকে ৭ শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়া পুলিশের ছররা গুলিতে মিছিলের সামনে থাকা বেশিরভাগ শিক্ষার্থীই আহত হন। ছররা গুলি কারও বুকে, কারও পিঠে, কারও মাথায়সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে বিদ্ধ হয়। এতে প্রায় ১০০ জন আহত হন। সে দিন প্রায় ঘণ্টা খানেক সংঘর্ষ চলার পর ছত্রভঙ্গ হয়ে যায়।
কিছুক্ষণ পর শিক্ষার্থীরা মেডিকেলের সামনে পুনরায় জড়ো হয়ে পরের দিনের কর্মসূচি ঘোষণা করেন।