শিরোনাম
চাঁদপুর, ২৬ জুলাই ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চব্বিশের ২৬ জুলাই চাঁদপুরে কারফিউ শিথিল করা হয়। তবে এদিন শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না। আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সরকারিভাবে মসজিদে মসজিদে দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।
চাঁদপুর জেলার সেসময়কার প্রধান সমন্বয়কারী নাদিম পাটওয়ারী জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বাসসকে বলেন, ‘ঐদিন চাঁদপুরে কোনো কর্মসূচি ছিল না।’
স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে ২৬ জুলাই চাঁদপুরে ১২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এছাড়াও ওইদিন চাঁদপুর থেকে স্বল্প পরিসরে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। এছাড়া স্থানীয়ভাবে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজি বাইক চলাচল স্বাভাবিক ছিল।