BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০৩ অক্টোবর ২০২২, ২০:৩৭

ব্রাজিলে দ্বিতীয় দফা ভোটে সিলভা ও বলসোনারো মুখোমুখি

রিও ডি জেনেইরো, ৩ অক্টোবর, ২০২২ (বাসস ডেস্ক): ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো ৩০ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় সাবেক প্রেসিডেন্ট  লুলা দা সিলভার মুখোমুখি হতে চলেছেন। খবর বার্তা সংস্থা তাসের।
প্রথম দফা ভোটের ৯৭শতাংশের বেশি গণনার উপর ভিত্তি করে, সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের তথ্য অনুসারে ওয়ার্কার্স পার্টির নেতা  সিলভা রোববারের নির্বাচনে ৪৭.৯৫ শতাংশ ভোট পান। তিনি ৫৫ মিলিনেরও বেশি লোকের সমর্থন পান। বলসোনারো ৪৩.৬২শতাংশ ভোট পেয়ে  ৫০ মিলিয়নেরও বেশি  লোকের সমর্থন পান।
নির্বাচনী আদালতের মতে, মোট ভোটারের সংখ্যা ১৫৬ মিলিয়নের বেশি। তাদের মধ্যে ৩২ মিলিয়ন ভোটার ভোট দেয় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়