বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৯

হারিকেন ফিওনায় কানাডায় ভূমিধস : ইউএস এনএইচসি

ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর, ২০২২ (বাসস ডেস্ক): হারিকেন ফিওনার প্রভাবে শনিবার ভোরে কানাডার পূর্বাঞ্চলে নোভা স্কটিয়ায় ভূমিধস হয়েছে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। খবর এএফপি’র।
এনএইচসি বলেছে, "ফিওনা আজ একটি শক্তিশালী হারিকেন-বলে বলিয়ান ঘূর্ণিঝড় হিসেবে আটলান্টিক কানাডার কিছু ওপর দিয়ে বয়ে যাবে। এনএইচসি জানায়, এর প্রভাবে প্রচন্ড বাতাস, ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়