বাসস
  ২৬ মে ২০২২, ১১:১৭

সেনেগালে হাসপাতালে অগ্নিকান্ডে ১১ নবজাতকের মৃত্যু

ডাকার, ২৬ মে, ২০২২ (বাসস ডেস্ক) : সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর তিভাউআনে একটি হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেশটির প্রেসিডেন্ট এই মৃত্যুর কথা জানান। 
মধ্যরাতের ঠিক আগে প্রেসিডেন্ট ম্যাকি সাল টুইটারের এক ঘোষণায় বলেন, আগুনে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।
তিনি টুইট করে বলেন, ‘সরকারি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকান্ডে ১১ নবজাতক শিশুর মৃত্যুতে আমি বেদনাহত এবং হতবিহ্বল।’
তিনি বলেন, ‘তাদের মা এবং পরিবারের প্রতি আমি আমার গভীর সহানুভূতি প্রকাশ করছি।’ 
সেনেগালের রাজনীতিবিদ ডিওপ সয় বলেছেন, তিভাইআনের পরিবহন কেন্দ্রের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে ‘বৈদ্যূতিক শর্ট সার্কিটের কারণে’ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
শহরের মেয়র ডেম্বা দিওপ বলেছেন, ‘তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।’ 
স্থানীয় মিডিয়া জানায়, হাসপাতালটি নতুন উদ্বোধন করা হয়েছে। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে বৈঠকে অংশ নেয়া জেনেভায় থাকা স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে দিউফ সার বলেছেন, তিনি অবিলম্বে সেনেগালে ফিরে যাবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়