বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৮:২৯

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব এরদোয়ানের

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা কমাতে তুরস্ক সহায়তা করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এরদোয়ানের কার্যালয় জানায়, শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন।

আরও জানানো হয়, ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং বিরাজমান সমস্যাগুলো নিরসনে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত।’

বিবৃতিতে বলা হয়, দুই নেতা ওই অঞ্চলের ‘ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই সংকট নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার উদ্দেশ্যে বর্তমানে ইস্তাম্বুল সফরে রয়েছেন।