শিরোনাম

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করা হয়েছে।
প্যারিস থেকে এএফপি জানায়, বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানায়, ২০২৫ সালের এপ্রিল মাসে গ্রেপ্তার হওয়া হামিদরেজা সাবেত এসমাইলপুরকে ভোরবেলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আদালতের রায়ে বলা হয়, তিনি মোসাদের এক এজেন্টের কাছে তথ্য পাচার করেছিলেন।
মানবাধিকার সংগঠনগুলো এর আগে জানিয়েছিল, গত জুনে ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর থেকে একই ধরনের অভিযোগে অন্তত ১২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে যে, চলতি মাসে বিক্ষোভের ঢেউয়ে গ্রেপ্তার হওয়া প্রতিবাদকারীরাও মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন।