বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১২:১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ‘কিছুই স্বাভাবিক নেই’: কানাডার পার্লামেন্টে কার্নি

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের ‘কিছুই স্বাভাবিক নেই’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। 

মঙ্গলবার পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাভোস) সাম্প্রতিক এক ভাষণ শেষে অটোয়ায় ফেরেন কার্নি। 

ডাভোসে দেওয়া ওই ভাষণে তিনি বলেন, কয়েক দশক ধরে ওয়াশিংটনের নেতৃত্বে গড়ে ওঠা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বর্তমানে একটি ‘ভাঙনের’ মধ্য দিয়ে যাচ্ছে।

কার্নির ওই বক্তব্য কানাডায় দলমত নির্বিশেষে প্রশংসা পায়। দেশটিতে কোন নেতার বক্তব্য দলমত নির্বিশেষ প্রশংসা পাওয়ার ঘটনা বিরল। 

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

সাধারণত কড়া সমালোচক হিসেবে পরিচিত বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পলিয়েভ ভাষণটিকে ‘সুপরিকল্পিত ও সাবলীলভাবে উপস্থাপিত’ বলে অভিহিত করেন। 

এদিকে, কুইবেকভিত্তিক বিচ্ছিন্নতাবাদী দল ব্লক কুইবেকোয়ার নেতা ইভস-ফ্রাঁসোয়া ব্লঁশে বলেন, ভাষণটি ছিল ‘আশ্বস্তকর ও সম্ভাবনাময়’।

তবে মঙ্গলবার নতুন সংসদ অধিবেশন শুরুর পর ব্লঁশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা নিয়ে কার্নির সমালোচনা করেন। 

তিনি বলেন, ‘একটি ভাষণ অর্থ উপার্জন করে না, কর্মসংস্থান সৃষ্টি করে না ও চাকরিও রক্ষা করে না।’

ব্লঁশে উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের আরোপিত খাতভিত্তিক শুল্কে কানাডার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হলেও, তা শিথিলের বিষয়ে এখনও কোনো অগ্রগতি হয়নি। 

এ সময় তিনি জানতে চান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কি ‘স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ’ রয়েছে?

জবাবে ফরাসি ভাষায় প্রধানমন্ত্রী কার্নি বলেন, ‘বিশ্ব বদলে গেছে। ওয়াশিংটনও বদলে গেছে। যুক্তরাষ্ট্রে এখন প্রায় কিছুই স্বাভাবিক নেই, আর এটাই সত্যি।’

কার্নি আরও জানান, সোমবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রায় ৩০ মিনিট ফোনে কথা বলেন এবং দুই নেতার মধ্যকার এই আলোচনায় বাণিজ্য ইস্যুটিও উঠে আসে।

এর আগে মঙ্গলবার কার্নি অস্বীকার করেন যে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি ডাভোসের বক্তব্য থেকে সরে এসেছেন। 

ওই ভাষণে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প কার্নিকে সতর্ক করে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে।’

সোমবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘আজ আমি ওভাল অফিসে প্রেসিডেন্টের সঙ্গে ছিলাম। তিনি প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে কথা বলেছেন।’ 

কার্নি আরও জানান, ফোনালাপটি ট্রাম্পই শুরু করেছিলেন এবং আলোচনায় আর্কটিক নিরাপত্তা, ইউক্রেন ও ভেনেজুয়েলার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে।