শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বিশাল বাণিজ্য চুক্তি তার দেশের জন্য বিপুল সম্ভাবনা বয়ে আনবে।
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার তিনি বলেন, বিশ্ব জিডিপির প্রায় ২৫ শতাংশ জুড়ে থাকা এই চুক্তি উভয় পক্ষের জন্যই ব্যাপক সুফল বয়ে আনবে।
ইইউ নেতাদের সঙ্গে বৈঠকের আগে নয়াদিল্লিতে মোদি বলেন, ‘বিশ্বজুড়ে মানুষ এই চুক্তিকে সব চুক্তির সেরা (মাদার অব অল ডিল) হিসেবে আলোচনা করছে।’
তিনি জানান, ভারতের জন্য এই চুক্তি বস্ত্র, রত্ন ও অলঙ্কার এবং চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বড় ধরনের গতি আনবে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপীয় ইউনিয়নের কোটি কোটি মানুষের জন্য অনেক নতুন সুযোগ তৈরি করবে।’