বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৫:২৬

আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে মার্কিন প্রতিনিধি দলের আকস্মিক সফরে উদ্বেগ

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের সর্বদক্ষিণের শহর উশুয়াইয়ায় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আকস্মিক সফরকে ঘিরে সোমবার উদ্বেগ প্রকাশ করেছে দেশটির বিরোধী দল। 

অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই অঞ্চলে ওয়াশিংটনের সম্ভাব্য স্বার্থের ইঙ্গিত দেখছেন তারা।
বুয়েনস আয়ারস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিয়েরা দেল ফুয়েগো প্রদেশের রাজধানীতে যুক্তরাষ্ট্র সরকারের একটি উড়োজাহাজের অঘোষিত অবতরণ সন্দেহ আরও বাড়িয়ে  দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এলাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নৌঘাঁটি স্থাপনের উদ্যোগ নিতে পারেন।

বুয়েনস আয়ারসে যুক্তরাষ্ট্র দূতাবাস নিশ্চিত করেছে যে, উড়োজাহাজটিতে ছিল প্রতিনিধি পরিষদের এনার্জি অ্যান্ড কমার্স কমিটির দ্বিদলীয় একটি প্রতিনিধি দল। তবে সদস্যদের নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বোয়িং সি-৪০ ক্লিপার উড়োজাহাজে কংগ্রেস সদস্যরা পাটাগোনিয়া অঞ্চলের ওই শহরে পৌঁছান।

দূতাবাস জানায়, প্রতিনিধি দলটি সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে। আলোচনায় ছিল পরিবেশগত অবক্ষয়, খনি ও বর্জ্য ব্যবস্থাপনার অনুমোদন, গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াজাতকরণ, জনস্বাস্থ্য ও চিকিৎসা নিরাপত্তা।
বামপন্থী বিরোধী শাসিত তিয়েরা দেল ফুয়েগো প্রদেশের আইনগত সচিব এমিলিয়ানো ফোসাত্তো রেডিও ১০-কে বলেন, সফরটি উল্লেখযোগ্য ‘অনিশ্চয়তা’ তৈরি করেছে। তিনি জানান, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আগে বা পরে কোনো যোগাযোগ করা হয়নি।

ফোসাত্তো আরও বলেন, ‘উশুয়াইয়া বন্দরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার। বাণিজ্যিক ও পর্যটন নৌপথ। ফলে সফরের পেছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে।’

মিলেইয়ের বিরোধী সিনেটর ক্রিস্তিনা লোপেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিনিধি দলের আগমন নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন। 

তিনি আরও বলেন, ‘তিয়েরা দেল ফুয়েগো কোনো বিদেশি সামরিক ঘাঁটি নয়।’

২০২৩ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় থাকা মিলেই ইতোমধ্যে উশুয়াইয়ায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের দুই প্রধানকে স্বাগত জানিয়েছেন। 

২০২৪ সালে লরা রিচার্ডসন ও গত বছর অ্যালভিন হোলসি সেখানে যান।

তারা দুজনই ২০২২ সাল থেকে নির্মাণাধীন ‘ইন্টিগ্রেটেড ন্যাভাল বেস’ প্রকল্প পরিদর্শন করেন।

মিলেই সরকার বলেছে, ঘাঁটির পরিকল্পনায় ওয়াশিংটনের কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে মিলেইয়ের বামপন্থী পূর্বসূরী আলবার্তো ফার্নান্দেজ প্রেসিডেন্ট থাকাকালেও  রিচার্ডসন আর্জেন্টিনা সফর করেছিলেন।