শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ পূর্ব ইউক্রেনে যুদ্ধরত সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় লিখেছে, ‘জাপাদ’ (পশ্চিম) বাহিনীর গঠন এবং ইউনিট কর্তৃক পরিচালিত যুদ্ধ অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ।’
তবে, তিনি কখন এবং কোথায় এই সফর করেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।