বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১২:১০

মিনিয়াপোলিস থেকে মঙ্গলবার ফেডারেল এজেন্ট প্রত্যাহার শুরু হবে: মেয়র

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন আইন প্রয়োগ কার্যক্রমে নিয়োজিত ফেডারেল এজেন্টদের বেশ কয়েকজন মঙ্গলবার থেকে শহরটি ছেড়ে যেতে শুরু করবে বলে জানিয়েছেন মেয়র জেকব ফ্রে। 

ওই অভিযানে মার্কিন কর্মকর্তাদের গুলিতে দুই জন নাগরিক নিহত হন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ফ্রে বলেন, ‘কিছু ফেডারেল এজেন্ট আগামীকাল থেকেই এলাকা ছাড়তে শুরু করবে এবং আমি এই অভিযানে জড়িত বাকি এজেন্টদের প্রত্যাহারের জন্য চাপ অব্যাহত রাখব।’

এর আগে ফ্রে জানিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং “বর্তমান পরিস্থিতি আর চলতে পারে না”— এ বিষয়ে তার সঙ্গে প্রেসিডেন্ট একমত পোষণ করেছেন।