শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে সোমবার ভোরে ৩৪০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।
ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র নোয়েমি কায়াবিয়াব এএফপিকে জানান, রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, যাত্রী তালিকায় আগে সংখ্যা ছিল ৩৫৪, তবে কিছু যাত্রী আসলে ফেরিতে ওঠেননি, ফলে সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৪৪ জনে।
কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়, এমভি ত্রিশা কেরস্টিন-৩ নামের ফেরিটি স্থানীয় সময় সোমবার ভোর আনুমানিক ১টা ৫০ মিনিটে বিপৎসংকেত পাঠায়। এর চার ঘণ্টার কিছু বেশি সময় আগে এটি মিনদানাওয়ের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত জাম্বোয়াঙ্গা সিটি বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
বাসিলান প্রদেশের গভর্নরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বেঁচে যাওয়া যাত্রীদের কম্বলে মুড়িয়ে স্ট্রেচারে তোলা হচ্ছে। এ সময় মৃতদের মরদেহ ব্যাগে করে সরিয়ে নেওয়া হয়।
২০২৩ সালে লেডি মেরি জয়-৩ ফেরিতে আগুন লাগার ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছিল। তিনতলা বিশিষ্ট এই ফেরিটি প্রায় একই রুটে ডুবে গেছে। দুটি জাহাজই স্থানীয় আলেসন শিপিং লাইন্সের মালিকানাধীন।