বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২০:২৫

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ১১

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ এক শীতকালীন ঝড়ে সোমবার পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে সড়কে চলাচল এড়িয়ে চলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে, বাতিল করা হয়েছে বিপুলসংখ্যক ফ্লাইট। এই দুর্ভোগের মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত দেশের বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ে তুষারপাত, শিলাবৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, শহরের বাইরে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘চরম ঠান্ডার ভয়াবহতার কথা মনে করিয়ে দিতে এর চেয়ে শক্তিশালী বার্তা আর হতে পারে না।’

টেক্সাস কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। যার মধ্যে স্লেডিং দুর্ঘটনায় নিহত ১৬ বছর বয়সি এক কিশোরীও রয়েছে।

লুইজিয়ানায় হাইপোথার্মিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।

এদিকে আইওয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে শীতকালীন আবহাওয়াজনিত কারণে শনিবার একজনের মৃত্যু এবং আরো দু’জন আহত হয়েছে বলে স্থানীয় স্টেট প্যাট্রোল জানিয়েছে।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে, যেখানে শনিবার থেকে ঝড়ের তীব্রতা বেড়েছে।