বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৮

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে ভোটে যাচ্ছেন ফরাসি আইনপ্রণেতারা

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে প্রস্তাবিত আইনের খসড়ার ওপর সোমবার ভোট দিতে যাচ্ছেন ফরাসি আইনপ্রণেতারা।

শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম থেকে রক্ষা করার উপায় হিসেবে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ উদ্যোগকে সমর্থন করেছেন।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রস্তাবিত আইনে হাই-স্কুলে মোবাইল নিষিদ্ধ করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া গত ডিসেম্বর মাসে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে।

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের সঙ্গে সঙ্গে উদ্বেগও বেড়েছে, অতিরিক্ত স্ক্রিন-টাইম শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করছে এবং অপ্রাপ্তবয়স্কদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে।

শনিবার সম্প্রচারিত এক ভিডিওতে মাখোঁ বলেন, আমাদের শিশু ও কিশোরদের আবেগ বিক্রির জন্য নয় বা প্রভাবিত করার জন্য নয়, তা আমেরিকান প্ল্যাটফর্ম হোক বা চীনা অ্যালগরিদম হোক।

মধ্যপন্থী আইনপ্রণেতাদের প্রস্তাবিত ফরাসি বিলটি স্থানীয় সময় বিকেল ৪টা থেকে পর্যালোচনা করা হবে এবং কোনো আপত্তি না থাকলে জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) অনুমোদিত হওয়ার কথা রয়েছে। এরপর প্রস্তাবিত আইনটি সিনেটের উচ্চকক্ষে পাঠানো হবে।

২০২৬ শিক্ষাবর্ষের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এ ব্যবস্থা কার্যকর করতে সরকার দ্রুত পদক্ষেপ নিতে চায়।

সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল প্রেসিডেন্ট মাখোঁর রেনেসাঁ পার্টির আইনপ্রণেতাদের নিম্নকক্ষে নেতৃত্ব দিচ্ছেন। তিনি সোমবার জানান, তিনি আশা করছেন— ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বিলটি সিনেটে পাস হবে।

তিনি আরো বলেন, এর মানে হলো— এক মাসের মধ্যে এটি গৃহীত হতে পারে এবং ১ সেপ্টেম্বর থেকে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তিনি আরো বলেন, শিশুদের বিদ্যমান অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। যেসব প্ল্যাটফর্ম বয়সসীমা মেনে চলে না, তাদের জন্য এটি প্রযোজ্য।