বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৪

ফিলিপাইনে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৮

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আজ সোমবার সকালে দক্ষিণ ফিলিপাইনের বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু এবং ২৮ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। দেশটির কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, মিন্দানাওয়ের দক্ষিণ-পশ্চিম প্রান্তে জাম্বোয়াঙ্গা শহরের বন্দর থেকে ছেড়ে যাওয়ার চার ঘন্টারও বেশি সময় পরে এমভি ত্রিশা কার্স্টিন ৩ নামের ফেরিটি রাত ১ টা ৫০ মিনিটে (১৭৫০ গ্রিনিচ মান সময় রোববার) একটি বিপদ সংকেত পাঠায়।

কোস্ট গার্ড কমান্ডার রোমেল দুয়া এএফপিকে জানান, এখন পর্যন্ত অন্তত ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। 

এই ঘটনায় ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এখনও ২৮ জন নিখোঁজ রয়েছে।

দুয়া এএফপিকে বলেন, ‘উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি কোস্ট গার্ড বিমানও পথে রয়েছে। নৌবাহিনী ও বিমান বাহিনীও তাদের সরঞ্জাম পাঠিয়েছে।’

জাম্বোয়াঙ্গা উপদ্বীপের বাসিলান প্রদেশের দ্বীপপুঞ্জের অংশ বালুক-বালুক দ্বীপ থেকে প্রায় পাঁচ কিলোমিটার পূর্বে ফেরিটি ডুবে যায়।

বাসিলান প্রদেশের জরুরি উদ্ধারকর্মী রোনালিন পেরেজ এএফপিকে জানান, বিপুল সংখ্যক জীবিত উদ্ধার করা মানুষের চাপ সামলাতে উদ্ধারকারীরা হিমশিম খাচ্ছেন।

পেরেজ বলেন, ‘এই মুহূর্তে আমাদের জনবল সংকট রয়েছে। তিনি আরও জানান, ‘দুর্ঘটনায় অন্তত ১৮ জনকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে।’

তিনি বলেন, ‘ফেরিটি জাম্বোয়াঙ্গা শহর থেকে জোলো দ্বীপের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, জীবিতদের জাম্বোয়াঙ্গা এবং ইসাবেলা সিটির উপকূলরক্ষী স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে।

কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে যে ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল না।