শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় অন্তত ১০৪ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশটিতে ধীরে ধীরে আটক ব্যক্তিদের মুক্তি প্রক্রিয়া চলার মধ্যে রোববার এই বন্দিদের মুক্তি দেওয়া হলো।
বেসরকারি সংস্থা (এনজিও) ফোরো পেনাল এ তথ্য জানিয়েছে।
ফোরো পেনাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘আজ ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দিদের ১০৪ জনের মুক্তির বিষয়টি আমরা যাচাই করেছি।’ এর আগে সংস্থাটি রোববার ৮০ জন রাজনৈতিক বন্দির মুক্তির তথ্য দিয়েছিল।
ফোরো পেনালের পরিচালক আলফ্রেডো রোমেরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বলেন, সারা দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের পরিচয় যাচাই করা হচ্ছে।
সংস্থাটির আইনজীবী গনজালো হিমিওব বলেন, দিনের প্রথম প্রহরেই প্রাথমিক মুক্তিগুলো ঘটে।
তিনি বলেন, ‘এই সংখ্যা এখনো চূড়ান্ত নয়, যাচাই প্রক্রিয়া এগোলে সংখ্যা আরও বাড়তে পারে।’
এদিকে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সরকার কারাগারে থাকা মাদুরো বিরোধী শত শত বন্দীর মধ্যে ‘বড় একটি অংশকে’ মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
রোববার ভেনেজুয়েলার পূর্বাঞ্চলীয় আনজোয়াতেগি রাজ্যে তেল শ্রমিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে রদ্রিগেজ আত্মবিশ্বাসী সুরে বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিতে ওয়াশিংটনের নির্দেশ আর নয়। বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ হোক।’
তিনি বলেন, আমাদের পার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভেনেজুয়েলার রাজনীতিই সমাধান করবে।
এ সময় তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ ও চরমপন্থার পরিণতি মোকাবিলা করতে গিয়ে এই প্রজাতন্ত্রকে (ভেনেজুয়েলা) চড়া মূল্য দিতে হয়েছে।’
কারাকাসের কর্তৃপক্ষের দাবি, গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৬২৬ জন আটককে মুক্তি দেওয়া হয়েছে।
তবে ফোরো পেনালের হিসাবে একই সময়ে মুক্তির সংখ্যা তার প্রায় অর্ধেক।
মুক্তি প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করেছে ভেনেজুয়েলার বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে, বন্দীদের স্বজনরা মুক্তির অপেক্ষায় কারাগারের বাইরে অবস্থান করছেন।