বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭

‘ওয়াশিংটন থেকে যথেষ্ট নির্দেশ এসেছে’— বললেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল রোববার জানিয়েছেন যে তিনি ওয়াশিংটন থেকে ‘যথেষ্ট’ নির্দেশ পেয়েছেন, আর নয়। 

দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘যথেষ্ট নির্দেশ পেয়েছেন’ বলে উল্লেখ করেন ডেলসি রদ্রিগেজ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির পূর্বাঞ্চলীয় আনজোয়াতেগুই রাজ্যে তেল শ্রমিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। 

রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিকদের ওপর ওয়াশিংটন থেকে যথেষ্ট নির্দেশ এসেছে। আমাদের মতপার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান আমাদের করতে দিন। বিদেশি শক্তির হস্তক্ষেপ আর নয়।’