শিরোনাম

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আফগানিস্তানে ন্যাটো বাহিনীতে যুক্ত অ-মার্কিন সেনাদের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনায় এবার যোগ দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
তিনি সেখানে নিহত ও আহত ইতালীয় সেনাদের স্মৃতির প্রতি সম্মান রক্ষার কথা তুলে ধরেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তানে ন্যাটো ‘কিছু সেনা’ পাঠালেও, তারা ‘একটু পেছনে, সামনের সারি থেকে দূরে’ ছিল।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মেলোনি লেখেন, ‘আফগান অভিযানের সময় ন্যাটো মিত্ররা ‘পিছিয়ে ছিল’— প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্য শুনে ইতালির সরকার বিস্মিত।’
তিনি বলেন, প্রায় ২০ বছরব্যাপী আফগানিস্তানে ন্যাটো অভিযানে ইতালির ত্যাগ ছিল প্রশ্নাতীত।
মেলোনি আরও বলেন, ‘এই সময়ে ৫৩ জন ইতালীয় সেনা নিহত এবং ৭০০ জনের বেশি আহত হন।’
মেলোনি বলেন, ‘এই কারণেই আফগানিস্তানে ন্যাটো দেশগুলোর অবদান খাটো করে দেখা কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন তা আসে কোনো মিত্র রাষ্ট্রের কাছ থেকে।’
তিনি স্মরণ করিয়ে দেন যে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ন্যাটো অনুচ্ছেদ পাঁচ কার্যকর করেছিল, আর যার মাধ্যমে কার্যত আফগানিস্তান অভিযান শুরু হয়।
অনুচ্ছেদ পাঁচ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হলে অন্য সদস্যরা তাকে রক্ষা করতে বাধ্য।
এ সময় মেলোনি ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দৃঢ় সম্পর্কের কথাও উল্লেখ করেন।
তবে তিনি এও বলেন যে ‘বন্ধুত্বের জন্য পারস্পরিক সম্মান অপরিহার্য, যা আটলান্টিক এই জোটের মূল ভিত্তিতে থাকা সংহতি বজায় রাখার জন্য জরুরি।’
এর আগে শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রীও এক অনলাইন পোস্টে আফগানিস্তানে নিহত ও আহত ইতালীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।