বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩৪

ইরানে ইন্টারনেট সেবা পুনরায় চালুর আহ্বান জানালেন প্রেসিডেন্টের ছেলে

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান গতকাল শনিবার ইন্টারনেট সেবা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন। 

তিনি ইরান সরকারের একজন উপদেষ্টা হিসাবে কাজ করছেন।

পেজেশকিয়ান সতর্ক করে বলেন, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা সরকার বিরোধী মনোভাবকে আরও বাড়িয়ে তুলবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান বলেন, ‘ইন্টারনেট বন্ধ রাখলে অসন্তোষ তৈরি হবে এবং জনগণ ও সরকারের মধ্যে ব্যবধান আরও বেড়ে যাবে। ইউসুফ পেজেশকিয়ানের পিতা মাসুদ ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘এর অর্থ, যারা অসন্তুষ্ট ছিলেন না এবং বর্তমানে অসন্তুষ্ট নন, তারা অসন্তুষ্টদের তালিকায় যুক্ত হয়ে যাবেন।’ 

সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ ইউসুফ পেজেশকিয়ানের বরাত দিয়ে এ তথ্য  প্রকাশ করেছে।

গত ৮ জানুয়ারি ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যে কর্তৃপক্ষ ব্ল্যাকআউট জারি করার পর থেকে দেশটির ৯ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলেছে, ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে ব্যাপক দমন-পীড়নে কয়েক হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে। 

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, এই ঘটনায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রেসিডেন্টের ছেলে আন্দোলনের সহিংসতার জন্য বিদেশী হস্তক্ষেপকে দায়ী করেছেন। 

তবে তিনি এও বলেছেন, ‘নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বাহিনী হয়তো কিছু ভুল করেছে, যা আমরা কেউ সমর্থন করি না এবং এর সমাধান করা অবশ্যই প্রয়োজন।