বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৪

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন আলোচনা ১ ফেব্রুয়ারি : মার্কিন কর্মকর্তা

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় আলোচনার পরবর্তী দফা আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতে শুরু হবে। শনিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সম্মত হয়েছি যে পরবর্তী দফা আলোচনা আগামী রোববার আবার আবুধাবিতেই শুরু হবে।’ আলোচনার সিদ্ধান্তকে তিনি ‘ইতিবাচক লক্ষণ’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি জানান, সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে দুই দিনের আলোচনায় ‘অনেক কাজ’ হয়েছে। আবুধাবি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

এর আগে আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল কয়েক মাস পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে। আলোচনা চলাকালে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিয়েভ অভিযোগ করে, এতে মস্কো আলোচনাকে দুর্বল করেছে।

আরেক মার্কিন কর্মকর্তা বলেন, এই আলোচনা একটি ‘বড় পদক্ষেপ’। তার ভাষায়, বৈঠকগুলো প্রমাণ করে যে এ পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

চলতি সপ্তাহেই প্রথমবারের মতো যুদ্ধরত দুই পক্ষ মুখোমুখি হয়ে এমন একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করে, যা প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে নিচ্ছেন।

বৃহস্পতিবার ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে বৈঠক করেন। পরে মার্কিন দূত স্টিভ উইটকফ ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। 

ওই মার্কিন কর্মকর্তা জানান, উইটকফের এই সফরে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সঙ্গে ছিলেন। মস্কোতে তারা রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চার ঘণ্টা কথা বলেন।

প্রথম ওই কর্মকর্তা জানান, ‘তারা প্রায় চার ঘণ্টা বৈঠক করেন। এটি ছিল অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। সেখানে এখনো খোলা থাকা চূড়ান্ত বিষয়গুলো নিয়ে কথা হয়েছে।’

জেলেনস্কির মতে, ‘আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য কাঠামো।’

এই যুদ্ধে এ পর্যন্ত কয়েক ১০ হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা আবার গতি পেলেও ভূখণ্ড ইস্যুতে মস্কো ও কিয়েভ এখনো মিমাংসায় পৌঁছতে পারেনি।