বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৫

আইএস বন্দীদের স্থানান্তর নিশ্চিত করতে যুদ্ধবিরতির মেয়াদ ১৫ দিন বাড়াল সিরিয়া ও কুর্দিরা

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিরিয়ার সরকার এবং কুর্দি বাহিনী গতকাল শনিবার তাদের যুদ্ধবিরতি মেয়াদ ১৫ দিন বাড়িয়েছে। 

দামেস্ক জানিয়েছে, এটি সিরিয়া থেকে ইসলামিক স্টেট গ্রুপের বন্দীদের ইরাকে স্থানান্তরের মার্কিন পদক্ষেপকে সমর্থন করার জন্য করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে বেশ কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছিল যে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে, একজন সিরীয় কর্মকর্তাও একই কারণ উল্লেখ করেছেন।

এক বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ দিনের বর্ধিতকরণ শনিবার রাত ১১ টা থেকে (২০০০ জিএমটি) কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এসডিএফ কারাগার থেকে ইসলামিক স্টেটের বন্দীদের ইরাকে স্থানান্তরের জন্য যুক্তরাষ্ট্রের অভিযানের সমর্থনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। এতে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের কথা উল্লেখ করা হয়েছে।’ 

এসডিএফও এই যুদ্ধবিরতি বর্ধিতকরণের বিষয়টি নিশ্চিত করে বলেছে যে, ‘আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে এবং দামেস্কের সাথে সংলাপ অব্যাহত রয়েছে।’

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের বাহিনী এই চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি এবং সম্মান প্রদর্শনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে, যা উত্তেজনা কমাতে, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে অবদান রাখে।’

কুর্দি বাহিনী সরকারি সৈন্যদের কাছে তাদের কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার পর, দামেস্ক এবং এসডিএফ প্রাথমিকভাবে মঙ্গলবার চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যারা উত্তর-পূর্বে একটি কুর্দি শক্ত ঘাঁটিতে আরও সৈন্য পাঠিয়েছে।

শনিবার সকালে একটি কুর্দি উৎস এবং দামেস্কের একজন সিরিয়ান কর্মকর্তাসহ তিনটি সূত্র এএফপিকে জানিয়েছিল যে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে।