শিরোনাম

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিরিয়ার সরকার গতকাল শনিবার উত্তরাঞ্চলীয় একটি কারাগারে বন্দী থাকা কমপক্ষে ১২৬ জন নাবালককে মুক্তি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি চুক্তির অংশ হিসেবে কুর্দি বাহিনীর কাছ থেকে কারাগারের দখল নেওয়ার পর ওই কিশোরদের মুক্তি দেওয়া হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে যে, মুক্তিপ্রাপ্ত কিশোরদের স্বাগত জানাতে মানুষ ভিড় জমায়। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানায় বাকি বন্দিদের নাম প্রকাশ করা হয়েছে, যাতে মানুষ তাদের অনলাইনে খুঁজে পেতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘রাকা প্রদেশের আল-আক্তান কারাগার থেকে ১৮ বছরের নিচে ১২৬ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে’, যা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বন্দিদের আটক রাখার জন্য ব্যবহৃত হত।
দেশজুড়ে তাদের নিয়ন্ত্রণ বিস্তার করতে চাওয়া কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
দামেস্কের সামরিক চাপের মুখে, সাম্প্রতিক সময়ে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বেশ কিছু এলাকা থেকে পিছু হটেছে। এসডিএফ দূর উত্তর-পূর্বের হাশাকে প্রদেশের নির্দিষ্ট কিছু অংশে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
গত রোববার, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসডিএফ প্রধান মাজলুম আব্দির সঙ্গে একটি চুক্তি ঘোষণা করেছেন। যার মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং কুর্দিদের কার্যত স্বায়ত্তশাসিত প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে একীভূত করার বিষয়টি অন্তর্ভুক্ত, যা আইএস বন্দিদের দায়িত্ব নেবে।
গত শুক্রবার কুর্দি যোদ্ধাদের কারাগার থেকে তুরস্কের উত্তর সীমান্তে অবস্থিত আলেপ্পো প্রদেশের কুর্দি-অধিষ্ঠিত আইন আল-আরব শহরে স্থানান্তর করা হয়েছে, যা কোবানে নামেও পরিচিত।
একই দিনে, সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে সানা জানায়, আল-আক্তান স্থানান্তর ‘গত ১৮ জানুয়ারী চুক্তি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ যার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারাগারের প্রশাসনের দায়িত্ব নেবে।’