বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৭

গ্রিনল্যান্ডে প্রবল ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ বিপর্যয় 

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): প্রবল ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ সঞ্চালন তারে সৃষ্ট ত্রুটিতে সপ্তাহান্তে গ্রিনল্যান্ডের রাজধানী নুক বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নুক শহরটি প্রধানত জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর নির্ভরশীল। এই শহরটিতে ২০ হাজার মানুষ বাস করে। 

শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে এএফপি’র প্রতিবেদকরা জানিয়েছেন। 

তিন ঘণ্টা পর শহরের কিছু এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হয়।

বিদ্যুৎ সংস্থা নুকিসিওরফিত তাদের ফেসবুক পেজের এক পোস্টে জানায়, প্রবল ঝোড়ো হাওয়ার ফলে সঞ্চালন ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। জরুরি বিদ্যুৎকেন্দ্র চালু করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে।

এ ঘটনায় ইন্টারনেট সংযোগও বিঘ্নিত হয়। 

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানায়, গ্রিনল্যান্ডজুড়ে সংযোগে উল্লেখযোগ্য পতন দেখা গেছে, যার প্রভাব রাজধানী নুকে সবচেয়ে বেশি পড়েছে।

এদিকে, কয়েক দিন আগে গ্রিনল্যান্ড সরকার সংকটকালীন প্রস্তুতি নিয়ে নাগরিকদের জন্য একটি পরামর্শমূলক পুস্তিকা প্রকাশ করে। 

একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দিলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

তবে বুধবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প হুমকি থেকে সরে এসে বলেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলের বিষয়ে তারা একটি ‘ফ্রেমওয়ার্ক’ সমঝোতায় পৌঁছেছেন।