বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৭

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নূরী আল-মালিকিকে সংখ্যাগরিষ্ঠ জোটের সমর্থন

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক নূরী আল-মালিকিকে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত শিয়া দলগুলোর জোট ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ এক বিবৃতিতে জানিয়েছে, তারা মালিকিকে পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে তাকে ‘বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী’ হিসেবে নির্বাচন করা হয়েছে।

বিবৃতিতে মালিকির রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতার কথা বিশেষভাবে  তুলে ধরা হয়।

৭৫ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক মালিকি ইরাকের রাজনীতিতে দীর্ঘদিনের এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব। ২০০৩ সালে মার্কিন আগ্রাসনে সুন্নি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর একমাত্র ব্যক্তি হিসেবে তিনি দুই মেয়াদে (২০০৬-২০১৪) দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

পারস্পরিক সমঝোতা অনুযায়ী, ইরাকে সাধারণত একজন শিয়া মুসলিম প্রধানমন্ত্রীর পদটি পান। এছাড়া পার্লামেন্ট স্পিকারের পদটি সুন্নিদের এবং মূলত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদটি কুর্দিদের জন্য বরাদ্দ থাকে।

গত নভেম্বরের সাধারণ নির্বাচনের পর মালিকির দলসহ শিয়া দলগুলো নিয়ে এই সংখ্যাগরিষ্ঠ ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জোট গঠিত হয়। এরপর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী এবং অন্যান্য পদের বিষয়ে সুন্নি ও কুর্দি দলগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছিল।

গত মাসে ইরাকি পার্লামেন্ট স্পিকার নির্বাচন করেছে। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ অধিবেশন বসার কথা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলে মালিকিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

‘স্টেট অব ল’ জোটের নেতা মালিকি ইরাকের রাজনীতিতে এখনো বেশ প্রভাবশালী। যদিও তার বিরুদ্ধে দুর্নীতি, সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়া এবং আইএস (ইসলামিক স্টেট) ঠেকাতে ব্যর্থ হওয়ার মতো নানা বিতর্কিত অভিযোগ রয়েছে।