শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে ফিলিস্তিনের গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর করেছেন।
দাভোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে এবং বোর্ড অব পিস এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা।