বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ২১:৩১

হামাসকে নিরস্ত্র হতে হবে, নইলে তাদের শেষ পরিণতি ডেকে আনবে : ট্রাম্প

ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনকালে বলেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসকে নিরস্ত্র হতে হবে, নইলে তারা নিজেদেরই শেষ পরিণতি ডেকে আনবে।

দাভোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প বলেন, ‘তাদের অস্ত্র ত্যাগ করতে হবে। আর যদি তারা সেটা না করে, তাহলে এটাই তাদের শেষ পরিণতি ঘটাবে।’

তিনি আরো বলেন, ইসলামপন্থী এই সংগঠন ‘হাতে রাইফেল নিয়ে জন্মেছিল।’