শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ডেনমার্ক বৃহস্পতিবার গ্রিনল্যান্ড নিয়ে "গঠনমূলক" আলোচনার আহ্বান জানিয়েছে, যা সদস্য রাষ্ট্র হিসেবে দেশের সার্বভৌমত্ব ও ন্যাটোর মর্যাদা রক্ষা করবে।
কোপেনহেগেন থেকে এএফপি জানায়, প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনীতি—সব রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু আমাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। আমি জানাচ্ছি, এ পর্যন্ত তা অনুসরণ করা হয়নি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ইউরোপের বিরুদ্ধে আরোপিত শুল্ক স্থগিত কর এবং ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড দখলে নেওয়ার জন্য সামরিক পদক্ষেপ নেবেন না বলে ঘোষণা দেওয়া পর এই মন্তব্যগুলো আসে।