শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর পুনর্গঠন শুরু করেছেন।
কারাকাস থেকে এএফপি জানায়, এ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি আঞ্চলিক কমান্ডে ১২ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন বলে টেলিগ্রামে এক সামরিক নেতা জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে বামপন্থী নেতা নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ক্ষমতায় থাকা রদ্রিগেজ এর আগে তার প্রেসিডেনশিয়াল গার্ডের নতুন কমান্ডার হিসেবে একজন গোয়েন্দা প্রধানকে নিয়োগ দেন।