শিরোনাম

ঢাকা, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রে হাম মহামারি আরও ছড়িয়ে পড়ছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায় সংক্রমণ বেড়ে ৬০০ ছাড়িয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
টিকার প্রতি জনআস্থাহীনতা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি উন্নত দেশে আবারও হাম মাথাচাড়া দিচ্ছে। যুক্তরাষ্ট্রে এটি গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাদুর্ভাব।
২০২৫ সালে দেশটিতে ২ হাজার ২০০-এর বেশি হাম রোগী শনাক্ত হয়। মৃত্যু হয় তিনজনের। মৃতদের মধ্যে দুইজন ছিল ছোট শিশু। ২০২৬ সালেও সংক্রমণ বাড়ছেই।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য মন্ত্রী, টিকাবিরোধী হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রের বিরুদ্ধে টিকা নিয়ে ভীতি ছড়ানোর মাধ্যমে এই সংকট বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানায়, সাউথ ক্যারোলিনায় গত শুক্রবারের পর থেকে নতুন করে ৮৮ জন আক্রান্ত হয়েছে। এতে গত শরতে প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪৬ জনে।
বিভাগটি জানায়, আক্রান্তদের বেশিরভাগই টিকা নেয়নি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চবিদ্যালয়ের পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয়েও সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, বছরের শুরু থেকে দেশটির আরও আটটি অঙ্গরাজ্যে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র তার ‘হামমুক্ত’ মর্যাদা হারাতে পারে। ২০০০ সালে টিকাদানের মাধ্যমে রোগটি নির্মূল করার পর দেশটি এই স্বীকৃতি পায়।
এপ্রিল মাসে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর হাম পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে। মেক্সিকোতেও রোগটির পুনরুত্থান ঘটেছে।
কানাডা গত নভেম্বর মাসে তার হামমুক্ত মর্যাদা হারায়। গত বছর দেশটিতে ৫ হাজারের বেশি হাম রোগী শনাক্ত হয়েছিল।
হামে জ্বর, শ্বাসতন্ত্রের উপসর্গ ও ত্বকে ফুসকুড়ি দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহসহ জটিলতা তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদি ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।