শিরোনাম

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আজ বুধবার ঘোষণা করেছেন, আগামী ৭ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি অর্থনীতি এবং অপরাধ মোকাবিলার ক্ষেত্রে তার সরকারের সফলতার প্রশংসা করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত মাসে প্রকাশিত সর্বশেষ করদাতা ইউনিয়ন/কিউরিয়া জরিপে বিরোধীদল লেবার পার্টি ৩১.৬ শতাংশ সমর্থন নিয়ে লুক্সনের রক্ষণশীল ন্যাশনাল পার্টির ৩০ শতাংশ তুলনায় থেকে সামান্য এগিয়ে রয়েছে।
তবে জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই সংখ্যার ভিত্তিতে লুক্সনের জোট সরকার তার অংশীদার দলের সমর্থন নিয়ে এখনও ক্ষমতায় থাকবে।
লুক্সন প্রতিশ্রুতি দিয়েছেন যে, তার সরকার ‘মৌলিক বিষয়গুলো ঠিক করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করবে।’
প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন ক্ষমতা গ্রহণ করি তখন দেশ ভুল পথে চলছিল এবং গত দুই বছরে পরিস্থিতির পরিবর্তন শুরু করার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে।’
তিনি বলেন, ‘অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ব্যবসা ও ভোক্তাদের আস্থা বৃদ্ধি পাচ্ছে, নির্মাণ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং রপ্তানি অবিশ্বাস্যভাবে ভালো হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে মুদ্রাস্ফীতি সাত শতাংশ থেকে তিন শতাংশেরও কম হয়েছে।
লুক্সন ভারতের সঙ্গে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তির দিকে ইঙ্গিত করে বলেন, এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন এই বছর পাস করার আশা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অপরাধ দমনে তার সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।