বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৩:৩৩

প্রশান্ত মহাসাগরে একটি জাহাজ থেকে প্রায় ৫ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি মাছ ধরার জাহাজ থেকে ৪.৮৭ টন কোকেন জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী। ধারণা করা হচ্ছে ওই জাহাজটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ফরাসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গতকাল সোমবার এক বিবৃতিতে পলিনেশিয়ায় অবস্থিত ফ্রান্সের হাইকমিশন জানিয়েছে, মধ্য আমেরিকা থেকে আসা জাহাজটি গত ১৬ জানুয়ারি আটক করা হয়েছে। 

তদন্তের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, টোগোর পতাকাবাহী ওই জাহাজে কোকেন পরিবহন করা হচ্ছিল এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

সূত্রটি জানিয়েছে, ওই জাহাজের ১০ জন হন্ডুরান এবং ১ জন ইকুয়েডোর নাগরিক ক্রুকে ফরাসি কর্তৃপক্ষ দায়মুক্ত রাখবে। তবে, তাদের নিজ নিজ দেশগুলো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। 

জাতিসংঘ সম্প্রতি বলেছে, ‘কোকেন ও মেথামফেটামিন পাচারকারী সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলো প্রশান্ত মহাসাগরে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে। জাতিসংঘের তথ্যানুসারে, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বাজারের জন্য বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হয়।’