বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা হয়েছে : কিয়েভ

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইউক্রেনের নিরাপত্তা প্রধান রোববার জানিয়েছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা করেছে। চলতি সপ্তাহে দাভোসে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দল যুক্তরাষ্ট্রে একাধিক দফা আলোচনা করেছে। তিনি দাভোসে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত নথিতে স্বাক্ষর করার আশা প্রকাশ করেছেন।

নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি পরিকল্পনা, পাশাপাশি ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।’

তিনি আরও জানান, চলতি সপ্তাহে দাভোস অর্থনৈতিক ফোরামে এসব বিষয়ে আরও আলোচনা হবে।

মস্কোর আগ্রাসনের চতুর্থ বার্ষিকী সামনে রেখে এই আলোচনা অনুষ্ঠিত হলো। এরই মধ্যে কনকনে শীতের মধ্যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। কিয়েভের কিছু এলাকায় এখনও গরমের ব্যবস্থা নেই। সেখানে তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।

ইউক্রেনীয় প্রতিনিধি দল কুশনার, উইটকফ এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের সঙ্গেও আলোচনা করেছে। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে মিত্রদের কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে চায় কিয়েভ।

জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন, ‘ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। যুদ্ধের অবসানের জন্য প্রয়োজনীয় নথি নিয়ে কাজ চলছে।’

তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, রাশিয়া সত্যিই আগ্রাসন শেষ করতে চায় কি না। তার মতে, মস্কো বরং ‘ক্ষেপণাস্ত্র হামলা’ ও ইউক্রেনে ‘বিদ্যুৎ বিভ্রাট’ সৃষ্টিতেই মনোযোগ দিচ্ছে।

জেলেনস্কির ভাষায়, রাশিয়া প্রতিরাতেই ইউক্রেনের জ্বালানি গ্রিডে হামলা চালাচ্ছে।

তিনি আরও জানান, দেশের প্রায় ৫৮ হাজার কর্মী ‘বিদ্যুৎ গ্রিড ও বিদ্যুৎ উৎপাদন স্থাপনা, পাশাপাশি তাপ সরবরাহ নেটওয়ার্ক’ মেরামতে কাজ করে যাচ্ছেন।

রাজধানীর পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেন তিনি।

রোববার জেলেনস্কির নতুন চিফ অব স্টাফ কিরিলো বুদানোভ জানান, ‘রুশ সন্ত্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে সহায়তা দিতে’ ইতালি ইউক্রেনকে তাপ সরঞ্জাম সরবরাহ করবে।