বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১১:১৫

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু, আহত অন্তত ৭৩

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্পেনের দক্ষিণে আন্দালুসিয়া অঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জনের প্রাণহানি ও ৭০ জনের বেশি আহত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া  নেমে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

রোববার সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন কর্ডোবা প্রদেশের আদামুজ এলাকার কাছে লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে ঢুকে পড়ে। 

সেখানে ট্রেনটির সঙ্গে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে উভয় ট্রেনই লাইনচ্যুত হয় বলে জানিয়েছে স্পেনের রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছে। 

আন্দালুসিয়ার শীর্ষ জরুরি কর্মকর্তা আন্তোনিও সানচেজ সংবাদ সম্মেলনে বলেন, এই দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, গুরুতর আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সব আহতকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। 

তিনি আরও বলেন, দুর্ঘটনাটি ট্র্যাকের সোজা ও সম্প্রতি সংস্কার করা অংশে ঘটেছে, যা ঘটনাটিকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ করে তুলেছে।

রেল অপারেটর ইরিও জানায়, মালাগা-মাদ্রিদগামী ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া বগিগুলোর ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে। 

কর্ডোবার দমকল বাহিনীর প্রধান ফ্রান্সিসকো কারমোনা জানান, বগিগুলো এমনভাবে মোচড়ানো ছিল যে জীবিতদের উদ্ধারে লাশ সরাতে হয়েছে।

একটি ট্রেনের কয়েকটি বগি প্রায় চার মিটার উঁচু বাঁধের নিচে পড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনাকে ‘হরর মুভির মতো’ বলে বর্ণনা করেছেন।

দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার কর্ডোবা, সেভিল, মালাগা ও হুয়েলভার মধ্যে উচ্চগতির রেল যোগাযোগ অন্তত সোমবারজুড়ে বন্ধ রাখা হয়েছে। 

নিহতদের স্বজনদের সহায়তায় এ সব শহরের স্টেশনে বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, ‘এটি আমাদের দেশের জন্য এক গভীর বেদনার রাত।’ 

রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিসিয়াও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

এই দুঘটনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনসহ বিশ্বনেতারাও সমবেদনা জানিয়েছেন।

স্পেনের রয়েছে ইউরোপের সবচেয়ে বড় উচ্চগতির রেল নেটওয়ার্ক। 

২০১৩ সালে সান্তিয়াগো দে কম্পোস্তেলার কাছে এক ট্রেন দুর্ঘটনায় ৮০ জন প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনাটি দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা।