শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশজুড়ে বিক্ষোভের ঢেউ ওঠার পর শনিবার ইরানের কর্তৃপক্ষ বাহাই সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে।
কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভকালে সহিংসতায় এ সব ব্যক্তি সক্রিয় ছিলেন।
তারা এই বিক্ষোভকে ‘দাঙ্গা’ বলে আখ্যা দিয়েছে।
তাসনিম সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
বাহাইরা ইরানের বৃহত্তম অমুসলিম ধর্মীয় সংখ্যালঘু। তারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের বিরুদ্ধে প্রায়ই ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত হয়ে বৈরী দেশটির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে আসছে।
তাসনিমের উদ্ধৃতি দিয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, ‘দাঙ্গা ও ভাঙচুরে সক্রিয় বাহাই গুপ্তচর চক্রের ৩২ সদস্যকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১২ জন প্রধান এজেন্টকে গ্রেফতার করা হয়েছে ও আরও ১৩ জনকে তলব করা হয়েছে।’
মন্ত্রণালয় জানায়, নেটওয়ার্কটি রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল। তাদের প্রধান আশ্রয়স্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ।
অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ায়, ইরানের পরিস্থিতি কয়েক সপ্তাহ ধরে উত্তাল হয়ে উঠেছে।
গত তিন বছরের মধ্যে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে এটিই ছিল সবচেয়ে বড় প্রতিবাদ ও আন্দোলন।
তবে মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, কঠোর দমন-পীড়নের পর বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।
এই দমন অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে বলে তারা দাবি করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ ২০২৪ সালে এক প্রতিবেদনে জানায়, বাহাইদের বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষের ‘দশকের পর দশক ধরে চলা পরিকল্পিত দমন-পীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।’
ইরানে বর্তমানে কতজন বাহাই বসবাস করছেন, তা জানা না গেলেও তাদের সমর্থকদের ধারণা, এখনও কয়েক লাখ বাহাই সেখানে থাকতে পারেন।