বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫০

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি প্রত্যাখ্যান সুইডিশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় বাধা দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল শুল্ক আরোপের হুমকি প্রত্যাখ্যান করেছে সুইডেন। শনিবার দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানিয়েছেন, এ ধরনের হুমকিতে তারা দমে যাবেন না।

স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এএফপি-কে দেওয়া এক বার্তায় ক্রিস্টারসন বলেন, ‘আমরা কোনো হুমকিতে ভীত হবো না। গ্রিনল্যান্ড সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় আমার দেশ এবং আমাদের মিত্র প্রতিবেশীদের রক্ষা করব। এটি একটি ইউরোপীয় ইস্যু।’

প্রধানমন্ত্রী জানান, একটি যৌথ প্রতিক্রিয়া তৈরির লক্ষ্যে সুইডেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ, নরওয়ে এবং যুক্তরাজ্যের সঙ্গে নিবিড় আলোচনা চালাচ্ছে।

শনিবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জেদ আরও বাড়িয়ে দেন। তিনি ঘোষণা করেন, ডেনমার্কের এই অঞ্চলটি কিনতে না পারা পর্যন্ত সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

এদিকে, খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি কেনার মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে গ্রিনল্যান্ডের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এছাড়া কোপেনহেগেনসহ ডেনমার্কের অন্যান্য শহরেও হাজারো মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছেন।