বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২৩

কুর্দি নিয়ন্ত্রিত বিমানবন্দর দখলের দাবি সিরীয় সেনাবাহিনীর

দামেস্ক, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাক্কা প্রদেশের তাবকা সামরিক বিমানবন্দর দখল করেছে। বিমানবন্দরটি আগে কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। 

সিরিয়ার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। 

শনিবার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানায় প্রকাশিত এক বিবৃতিতে সিরীয় সেনাবাহিনী জানায়, তাদের সেনারা তাবকা শহরে প্রবেশ শুরু করেছে এবং সেখানে অবস্থানরত পিকেকে যোদ্ধাদেরকে ঘিরে ফেলেছে।

সর্বশেষ বিবৃতিতে সেনাবাহিনী নিশ্চিত করেছে যে কুর্দি যোদ্ধাদেরকে হটিয়ে দিয়ে, তারা তাবকা সামরিক বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

তাবকা বিমানবন্দরটি উত্তর সিরিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হিসেবে বিবেচিত।