বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১২:১৮
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:২১

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অপ্রত্যাশিত’: ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গ্রিনল্যান্ড দখলে অনুমতি না দিলে ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী।

কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার এএফপিকে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি বিস্ময়ের সৃষ্টি করেছে।

তিনি বলেন, গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর যে উদ্দেশ্যের কথা প্রেসিডেন্ট বলেছেন, তার মূল লক্ষ্যই হলো আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করা।

রাসমুসেন আরও বলেন, এ বিষয়ে ইউরোপীয় কমিশন ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ডেনমার্ক ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

কয়েক দিন আগেই হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন রাসমুসেন। এরপরই তিনি এ মন্তব্য করেন।